ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কার পার্লামেন্টে হাতাহাতি এবং অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

 

শ্রীলঙ্কার পার্লামেন্টে দুই পক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশটির বহিষ্কৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের এমপিদের সঙ্গে মাহিন্দা রাজাপাকসে সমর্থিত এমপিদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোটের একদিন পরই এ ঘটনা ঘটল। দেশটির পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া বলেন, শ্রীলঙ্কার এখন কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নেই।

অন্যান্য খবর

সৌদিতে বন্যা, ৩০ জনের প্রাণহানি

সৌদি আরবে আকস্মিক বন্যায় গত এক মাসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ৩০ জনের মধ্যে কেউ বন্যার কারণে আবার কেউ বন্যায় সৃষ্ট লণ্ডভণ্ড বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।বিভাগটি আরও বলেছে, সম্প্রতি বন্যা প্লাবিত এলাকা থেকে এক হাজার ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই দেশটির রাজধানী রিয়াদ থেকে উদ্ধার করা হয়।

খাসোগি হত্যা: ১৭ সৌদির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত থাকায় ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। গতমাসে খাসোগি হত্যার পর এটিই সৌদি আরবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম কড়া পদক্ষেপ। নিষেধাজ্ঞার তালিকায় আছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক শীর্ষ সহযোগী সৌদ আল কাহতানি এবং সৌদি কাউন্সেল জেনারেল মোহাম্মদ আলোতায়িবি।

ট্রাম্প না আসায় আসিয়ানে গুরুত্ব বেড়েছে পুতিনের

চলতি সপ্তাহে এশিয়ার সবচেয়ে বড় সম্মেলন এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসে (আসিয়ান) যোগ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে গুরুত্ব বেড়েছে পুতিনের। ট্রাম্পের পরিবর্তে এতে যোগ দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ফলে এশিয়ার বড় দেশগুলোর কাছে পুতিন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।

খাসোগি হত্যায় পাঁচ সৌদি কর্মকর্তার ফাঁসির আদেশ

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় পাঁচ কর্মকর্তার ফাঁসির আদেশ দিয়েছে সৌদি আরব। তবে এই হত্যাকাণ্ডের সাথে দেশটির ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনও সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, খাসোগি হত্যা ইস্যুতে সৌদির ওপর ক্রমবর্ধমান বৈশ্বিক চাপের কারণে দোষী পাঁচজনের ফাঁসির আদেশ দেয়া হলো।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭