ইনসাইড বাংলাদেশ

সেলুলয়েডের পর্দায় শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।  ‘হাসিনা, অ্যা ডটারস টেল’ নামের এই চলচ্চিত্রে দেখা যাবে অনন্য সাধারণ এক মানুষকে, যিনি চেনা-জানা প্রধানমন্ত্রী বা আওয়ামীলীগ সভাপতি পরিচয়ের থেকে ভিন্ন এক মানুষ।

`হাসিনা, অ্যা ডটারস টেল` ৭০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন মমতাময়ী মা, স্নেহময়ী বোন এবং দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। ‘হাসিনা, অ্যা ডটারস টেল’ নির্মান করেছেন রেজাউর রহমান খান পিপলু। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন সাদিক আহমেদ।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্রটি নির্মান করা হয়েছে।  

‘হাসিনা, অ্যা ডটারস টেল’ চলচ্চিত্রটি আজ থেকে মুক্তি  পাচ্ছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমা, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেমা হলে।  

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭