ইনসাইড বাংলাদেশ

‘নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান। নির্বাচন ভবনটি আজ আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশেই পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন হতে যাচ্ছে। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেখানে বিএনপিকে প্রাপ্য তথ্য দিয়ে নির্বাচন কমিশন কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, পুলিশের আচরণ দেখে আমাদের মনে হয়েছে নির্বাচনে সরকারকে বিজয়ী করতে পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ বলছে তারা ৬৮ জন নেতাকর্মীকে আটক করেছে। কিন্তু আমরা ১৫০ জন নেতাকর্মীকে নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাচ্ছি। এদের মধ্যে আবার ৩৮ জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭