কালার ইনসাইড

কলকাতায় বাচ্চু’র স্মরণে গাইবেন দুই বাংলার শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

বাংলাদেশের কিংবদন্তি রক তারকা আইয়ুব বাচ্চু বেঁচে নেই, কিন্তু গোটা পৃথিবীতে রেখে গেছেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। কিছুতেই যেন তাঁকে হারানোর শোক ভুলতে পারছেন না তাঁর ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তরা। বিশ্বের নানা প্রান্তে তাঁর স্মরণে আয়োজিত হচ্ছে কনসার্ট। সেই ধারায় এবার যোগ হচ্ছে পশ্চিমবঙ্গের শহর কলকাতা।

আগামী ২৪ নভেম্বর আইয়ুব বাচ্চু স্মরণে কলকাতা শহরের পাটুলী মাঠ এলাকায় অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে কলকাতার শিল্পীদের পাশপাশি গাইবেন বাংলাদেশের শিল্পীরা। ‘দুই বাংলার রকবাজি’ শিরোনামের এই কনসার্টের আয়োজক ‘ক্যাফে কবিরা’।

কনসার্টে কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘মহিনের ঘোড়াগুলি’, ‘ভূমি’, ‘ক্যাকটাস’, ‘চন্দ্রবিন্দু’, ‘লক্ষ্মীছাড়া’ ও ‘শহর’-এর পরিবেশনায় থাকবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান। তাঁদের সঙ্গে বাংলাদেশ থেকে থাকছেন ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের প্রধান গায়ক মাকসুদুল হক। ‘আর্টসেল-এর জর্জ লিঙ্কন ডি কস্তা, ‘বাংলা ফাইভ’- এর সিনা হাসান ও পপ তারকা মেহরিন।

উল্লেখ্য,  গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু তথা ‘এবি’।

বাংলা ইনসাইডার/এইচপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭