ইনসাইড বাংলাদেশ

ফল বাতিল হওয়া ঢাবির ‘ঘ’ ইউনিটের পুন:ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টা থেকে ঢাবি ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী পুন‍ঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ঢাবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণ হয়। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তদন্ত শেষে ভর্তিতে স্বচ্ছতা বজায় রাখতে এই ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭