ইনসাইড গ্রাউন্ড

জয় দিয়েই রুনির ইংল্যান্ড অধ্যায় শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

ইংল্যান্ড জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন ওয়েইন রুনি। তবু তাঁর সম্মানে শুক্রবার রাতে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১৬ সালের নভেম্বরের পর প্রথম ও নিজ ক্যারিয়ারের শেষবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে ফুটবল খেললেন রুনি। ক্যারিয়ারের শেষ ম্যাচে জয় নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়ক। বিদায়ী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওয়েম্বলিতে ৩-০ গোলে জয় পেয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের জয় দিনে গোল পেয়েছেন জসে লিঙ্গার্ড, ট্রেন্ট অ্যালেক্সান্ডার- আর্নল্ড ও ক্যালাম উইলসন। লিঙ্গার্ডের বদলি হিসেবে ম্যাচের ৫৮ মিনিটের সময় মাঠে নামেন রুনি।

২০০৩ সালের শুরুর দিকে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় রুনির। ২০১৫ সালে ববি চার্লটনকে (৪৯ গোল) পেছনে ফেলে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত জাতীয় দলে তার গোলের সংখ্যা ৫৩।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭