ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের ৮ মাস আগেই দল প্রস্তুত ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হতে এখনো আট মাস বাকি। এরই মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করে ফেলেছে ভারত। দল নিয়ে বিশ্বকাপের আগে আর কোনো পরীক্ষা করতে চায় না ভারত। সেই সঙ্গে দলের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সময়ও শেষ হয়ে গেছে বলে করছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকা খেলোয়াড়রাই বিশ্বকাপের স্কোয়াডে থাকবে বলে জানিয়ে দিয়েছেন ভারতের কোচ। এখন লক্ষ্য বিশ্বকাপের জন্য মনোযোগী হয়ে ওঠা। সেই সঙ্গে কোচ আশা করছেন বিশ্বকাপের আগে বড় কোনো ইনজুরির সমস্যা হবে না দলের।

রবি শাস্ত্রী বলেন, ‘আমরা এখন বিশ্বকাপকে সামনে রেখে নির্দিষ্ট ১৫ জনকে নিয়ে খেলার চেষ্টা করবো। আর কোনো পরীক্ষা হবে না দল নিয়ে। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পর্ব শেষ।‘

বিশ্বকাপের আগে বেশী ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ নেই ভারতের সামনে। তাই সবকটি ম্যাচেই সেরা একাদশ নিয়ে দল গঠন করা হবে বলে জানিয়েছেন কোচ। তিনি বলেন, ‘এখন আর খুব বেশী ম্যাচ আমাদের হাতে নেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আমরা ৮টি ওয়ানডে খেলব। এগুলো খুব কাজে দেবে। এরপর দেশে ফেরার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে রয়েছে। এই ১৩টি ম্যাচেই সেরা দল নিয়ে খেলবে ভারত।‘

বাংলা ইনসাইডার/এসএকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭