ইনসাইড গ্রাউন্ড

দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ম্যাচে ফিরেছে। অধিনায়ক জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা। ইতিমধ্যে তারা ২৭৮ রানের লিড নিয়েছে।

প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯০ রানে অল আউট হয়। জবাবে ৩৩৬ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। দ্বিতীয় দিনে মাত্র ১ ওভারের জন্য মাঠে নামে ইংল্যান্ড। দিনের শেষ ওভারটি দেখে শুনেই পাড় করে ইংল্যান্ড।

তৃতীয় দিনের শুরুতে লংকান বোলার তোপে কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সফরকারী ইংল্যান্ড। ওপেনার রবি বার্নাস অর্ধশতক করলেও ১০৯ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

যেখান থেকে দলের বৈঠা ধরেন রুট। পঞ্চম উইকেটে ব্যাটলারের সঙ্গে ৭৪ রান, ষষ্ঠ উইকেটে মইন আলির সঙ্গে ৩৬ ও সপ্তম উইকেটে ৮২ রানের জুটি গড়েন ইংলিশ অধিনায়ক। শেষ পর্যন্ত রুট ফেরেন ১২৪ রানে। রুট ছাড়াও বেন ফোকসের ব্যাট থেকে আসে মূল্যবান ৫১ রান।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭