ইনসাইড বাংলাদেশ

নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তোফায়েল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এরমধ্যে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তোফায়েল বাঁশগাড়ীর বালুয়াকান্দি এলাকার মোহাম্মদ আবদুল্লাহ ছেলে। সে এই বছর বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে নির্বাচনী পরীক্ষা শেষে ফরম পূরণ করেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান শাহেদ সরকারের মধ্যে বিরোধ চলছিলো। গত ৩রা মে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান সিরাজুল নিহতের ঘটনায়, প্রতিপক্ষ শাহেদের সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠে। এর জেরে আজ দেশীয় অস্ত্র নিয়ে দু`পক্ষের সংঘর্ষ বাঁধে।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭