ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে অনুমতি, অর্থমন্ত্রীকে নাকচ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2018


Thumbnail

নির্বাচন কমিশন (ইসি) ধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এক অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার অনুমতি দিলেও অপর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয় থেকে পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়।

এর আগে জনপ্রশাসস মন্ত্রণালয় থেকে ইসির ‘অনুমতি’ চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছিল আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭তম, ১০৮তম এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে অনাপত্তির কথা জানানো হয়।

অন্যদিকে ঐতিহ্য অন্বেষণ (প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র) সংস্থার একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে ইসি। ভারতীয় হাই কমিশনের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় অনুষ্ঠানটির বিষয়ে অনাপত্তি জানিয়েছে কমিশন। কিন্তু অনুষ্ঠানে অর্থমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন।

সংস্থাটিকে পাঠানো ফিরতি চিঠিতে নির্বাচন কমিশন বলেছেন অর্থমন্ত্রী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকতে পারবেন না। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান চিঠিটি পাঠিয়েছেন।

বাংলা ইনসাইডার/বিকে

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭