ইনসাইড গ্রাউন্ড

এসিসি সভাপতির দায়িত্ব নিচ্ছেন পাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2018


Thumbnail

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন আজ আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর সভাপতির দায়িত্ব বুঝে নিবেন। এসিসি এমিএমে যোগ দিতে শনিবার ভোরেই লাহোর পৌঁছান আইসিসির সিইও ডেভ রিচার্ডসন এবং আইসিসির গেম ডেভেলপমেন্টের অন্যতম শীর্ষ কর্তা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও।

ভারতের প্রাধান্য থাকলেও ঐতিহ্যগতভাবে পালাক্রমে এশিয়ার দেশ থেকে একজন এসিসির সভাপতি নির্বাচিত হয়ে থাকে। সেটার ধারাবাহিকতায় পাপন হচ্ছেন নতুন সভাপতি। পাকিস্তানের বর্তমান এসিসি প্রধান এহসান মানির থেকে আজ সব দায়িত্ব বুঝে নেবেন পাপন। আগামী দুইবছরের জন্য এসিসি প্রধানের কাজ করবেন পাপন।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭