ওয়ার্ল্ড ইনসাইড

মুলারের প্রশ্নের জবাব দিয়েছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2018


Thumbnail

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে চলা বিচার বিভাগীয় তদন্তে তাকে করা প্রশ্নের জবাব লেখা শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের একথা জানান তিনি। খবর বিবিসি’র।

সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। আমি ‘খুব সহজেই’ প্রশ্নগুলোর উত্তর লিখেছি। আমার আইনজীবীরা সেগুলোর উত্তর লেখেনি, আমি নিজেই লিখেছি। তবে এখনো ওই জবাব জমা দেওয়া হয়নি।’

ট্রাম্প আরও বলেন, বিচার বিভাগীয় এই তদন্ত বিপুল পরিমাণ অর্থের অপচয় করছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণা শিবির ও মস্কোর মধ্যে যোগসাজশ ছিল কিনা, সে বিষয়ে তদন্ত করছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার ও তার তদন্ত দল। গত বছর থেকে এই তদন্ত কাজ শুরু করেন তারা। ট্রাম্প শুরু থেকেই এ বিচার বিভাগীয় তদন্তকে ‘উইচ হান্ট’ বলে অভিহিত করছেন। গত বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি মুলারকে কটাক্ষ করেন। ট্রাম্প বলেন, মুলার একজন ‘দ্বন্দ্বমূলক ব্যক্তি’। এছাড়া মুলারের তদন্তকে একেবারেই বাজে কাজ বলে উল্লেখ করে তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে এই তদন্ত কাজে জড়িত তারা দেশের জন্য মর্যাদাহানিকর ব্যক্তি।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭