ইনসাইড বাংলাদেশ

‘ডিসেম্বর এলেই বিএনপি-জামায়াত জোট ভয় পায়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2018


Thumbnail

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ডিসেম্বর মাস এলেই কী কারণে যেন বিএনপি-জামায়াত জোট ভয় পায়। তাদের একাত্তরের সেই পরাজয়ের কথা মনে হয়, তাই ডিসেম্বর মাস এলে তারা আতঙ্কিত হয়।

আজ শনিবার দুপুরে ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪–দলীয় জোটের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময়  নাসিম বলেন, ‘নির্বাচন কমিশন তাদের অনুরোধ থেকে একবার তারিখ পরিবর্তন করল। আওয়ামী লীগ কিংবা ১৪ দল কেউ কোনো আপত্তি করেনি। এরপরও দেখলাম তারা আবার আব্দার করল। ডিসেম্বর মাসে তারা নির্বাচন করতে চায় না। এজন্য আমাদের ধারণা, ডিসেম্বর মাস আসলে তারা ভয় পায়, তারা আতঙ্কিত হয় হেরে যাওয়ার ভয়ে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কামাল হোসেন সাহেবের এত অধঃপতন হলো! এটা সত্যি খুব দুঃখজনক। জ্বালাও-পোড়াও হল, পুলিশের উপর হামলা হলো, তিনি একটাও কথা বললেন না। কামাল হোসেন সাহেব এত বেশি বিক্রি হয়ে গেলেন অপশক্তির কাছে! বিস্মিত হলাম।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭