ইনসাইড গ্রাউন্ড

দ্বিতীয় দিন শেষে ম্যাচে ফিরল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2018


Thumbnail

পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ১৮ রান পিছিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১৫৩ অলআউট হওয়া কিউইরা দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৫৬ রানে দিন শেষ করেছে। পাকিস্তান তাঁদের প্রথম ইনিংসে করেছে ২২৭ রান।

এর আগে গত শুক্রবার টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বোলারদের তোপে দ্বিতীয় সেশনেই ১৫৩ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। অধিনায়ক কেন উইলিয়ামসন দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন। জবাবে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ২ উইকেটে ৫৯ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিনে কিউইদের বোলাররা পাকিস্তানকে মাত্র ২২৭ রানে অলআউট করে দেয়। বাবর আজম করেন সর্বোচ্চ ৬২ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই টম লাথামের উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় উইকেটে উইলিয়ামসন ও রাভ্যাল ৫৬ রানের জুটি গড়ে দিন শেষ করেন।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ১৫৩/১০

পাকিস্তান প্রথম ইনিংস- ২২৭/১০

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস- ৫৬/১

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭