কালার ইনসাইড

অচেনা মধ্যবয়সী নারীর গানে মুগ্ধ রহমানও (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2018


Thumbnail

যুগটা সোশ্যাল মিডিয়ার। কে কখন তারকা বনে যান বলা মুশকিল। এবার সেই তালিকায় নয়া সংযোজন ভারতের অন্ধ্রপ্রদেশের এক মধ্যবয়সীর গান। গেলো বুধবার ওই নারীর গান ফেসইবুকে পোস্ট করেন স্বয়ং বিশ্বের অন্যতম সেরা মিউজিশিয়ান এ আর রহমান। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল।

ভিডিওতে ওই নারীকে দেখা গিয়েছে একটি গান গাইতে। ১৯৯৪ সালের ছবি `প্রেমিকুদু`র `ও চেলিয়া` গানটি তাঁর কণ্ঠে শুনে মুগ্ধ হন কিংবদন্তি এ সুরকার। গান দুটি এ আর রহমানেরই সুর করা।

অস্কার জয়ী এই সুরকার ভিডিওটি শেয়ার করেন নিজের ফেসবুকে। এখনও পর্যন্ত ভিডিওটিতে ২ কোটিরও বেশিবার দেখা হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে বেহিসাবিভাবে -সব মিলিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক অপরিচিত, অজ্ঞাত নারীর গান।

এ আর রহমান ওই নারীর গান শেয়ার করলেও তিনি জানেন না তাঁর পরিচয়। তবে ইন্টারনেটে ওই গান ছড়িয়ে পড়ার পরে কেউ কেউ দাবি করেছেন, অন্ধ্রপ্রদেশের ভাডিসেলিরু গ্রামের বাসিন্দা এই নারীর নাম বেবি।

শুনে নিন সেই গান-




বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭