ইনসাইড পলিটিক্স

মান্নাকে নিয়ে ঐক্যফ্রন্টে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল শনিবার গণমাধ্যমে ৩০ জনের একটি প্রার্থী তালিকা দিয়েছেন। এই তালিকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নাগরিক ঐক্যের প্রার্থী তালিকা বলে তিনি দাবি করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এটি নাগরিক ঐক্যের প্রার্থী তালিকা। এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে আলোচনা হবে। আলোচনার পর সমঝোতার ভিত্তিতে ঐক্যফ্রন্ট থেকে কয়েকজনকে মনোনয়ন দেওয়া হবে।’ কিন্তু ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই গণমাধ্যমে মান্নার এমন তালিকা পাঠানো নিয়ে তোলপাড় শুরু হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টে। ঐক্যফ্রন্টের একাধিক নেতা মাহমুদুর রহমান মান্নার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন।

ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন মান্নার আচরণকে ধৃষ্টতার সামিল বলে মন্তব্য করেছেন।  এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো আলোচনা না করেই মান্না কীভাবে এমন তালিকা প্রদাণ করলো তা বিস্ময়কর। এ বিষয়ে আমি কিছু জানি না। নিশ্চয়ই ফ্রন্টের বৈঠকে আমরা এটা নিয়ে আলোচনা করবো এবং মান্নার কাছে কৈফিয়ত তলব করবো।’

মাহমুদুর রহমান মান্নার এই কর্মকাণ্ডে সবচেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরীক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘কারো সঙ্গে আলোচনা না করেই এই তালিকা তিনি কিভাবে দিলেন তা কারোরই বোধগম্য নয়।’

তবে মাহমুদুর রহমান মান্না ঐক্যফ্রন্ট নেতাদের কাছ থেকে আসা এ ধরনের বক্তব্যের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, আজ রোববার জাতীয় ঐকফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। ঐক্যফ্রন্টের বৈঠকে জোটের সঙ্গে কোনো আলোচনা না করে গণমাধ্যমে আগাম প্রার্থী তালিকা পাঠানো নিয়ে কাঠগড়ায় দাড় করানো হবে মাহমুদুর রহমান মান্নাকে।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭