ওয়ার্ল্ড ইনসাইড

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত ৪৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2018


Thumbnail

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি এলাকায় মার্কিন জোট বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৩ জন নিহত হয়েছে। গত শনিবার ফোরাত নদীর পূর্ব তীরে বুকান এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল সিন রায়ান এক সংবাদ সম্মেলনে মার্কিন হামলার কথা নিশ্চিত করেছেন । তবে তিনি বেসামরিক হতাহতের কথাটি অস্বীকার করেন। জোটের মুখপাত্র বলেন, ‘বেসামরিক হতাহত এড়ানোর জন্য জোট আইএস জঙ্গিদের শনাক্ত ও সঠিক লক্ষ্যে হামলা চালাতে অত্যন্ত সতর্কর্তা অবলম্বন করে।” 

তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে হাজিন ও এর আশপাশের এলাকা গুলোতে মার্কিন জোটের হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। গতকালের হামলার ঘটনায় ১৭  শিশু ও ১২ নারীসহ মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।

গত বছর সিরিয়া’র রাক্কা শহরে আইএস জঙ্গিরা মার্কিন জোট বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) যৌথ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। রাক্কা থেকে বিতাড়িত হয়ে ইরাক সীমান্তের হাজিন ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে অবস্থান নিয়ে আছে অবশিষ্ট আইএস বাহিনী।

সিরিয়া সীমান্ত থেকে আইএস জঙ্গিদের নির্মূল করতে চূড়ান্ত অভিযান পরিচালনা করছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭