ইনসাইড বাংলাদেশ

তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আ.লীগের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে আওয়ামী লীগ।  

আজ রোববার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব হেলালুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত এ আবেদন করেছেন।   

ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ফারুক খান বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া টেলি কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এটি সুস্পষ্ঠ নির্বাচনি আইন ও আদালতের নির্দেশনার লঙ্ঘন। আমরা নির্বাচন কমিশকে  লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা কথা বলেছি।’  

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল এ বিষয়ে বলেন, ‘তারেক জিয়া পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি কোনও নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আদালতের আদেশ লঙ্ঘন করেছেন। এটি দেশের প্রচলিত আইনে অবৈধ ও অনৈতিক।’  

এসময় মুহিবুল হাসান নওফেল গণমাধ্যমের প্রতি আহ্বান করে বলেন, আদালতের আদেশ মেনে তার কোনো খবর যেন প্রকাশ করা না হয়।  

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭