ইনসাইড বাংলাদেশ

নয়াপল্টনের ঘটনায় ইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/11/2018


Thumbnail

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘নয়াপল্টনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে রোববার রাতে আমাদের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এই প্রতিবেদনের আলোকে কমিশন বসে সিদ্ধান্ত নেবেন।’

পুলিশের প্রতিবেদনে কি রয়েছে, এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এটি একটি সিলগালা প্রতিবেদন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর পাঠানো হয়েছে। ভিতরে কি রয়েছে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কমিশন চিঠিটি খোলার পর বোঝা যাবে এতে কি সুপারিশ বা ব্যাখ্যা রয়েছে। প্রতিবেদনের আলোকে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবেন।’

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭