ইনসাইড ইকোনমি

অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাতে রপ্তানি প্রবৃদ্ধি ৫৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/11/2018


Thumbnail

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সেবা খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫৫ দশমিক ৫২ শতাংশ। গতকাল রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইপিবি’র তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসেসেবা খাতে রপ্তানির পরিমাণ ছিল ৯০ কোটি ৬৩ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এই খাতে মোট রপ্তানির পরিমাণ ১৪০ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৫৫ দশমিক ৫২ শতাংশ।

মোট তিনটি ভাগে সেবা খাতে রপ্তানির তথ্য সংকলন করে ইপিবি। এ তিনটি ভাগের মধ্যে রয়েছে- গুডস প্রকিউরড ইন পোর্টস বাই ক্যারিয়ারস, গুডস সোল্ড আন্ডার মার্চেন্টিং ও সার্ভিসেস। এর মধ্যে গুডস প্রকিউরড ইন পোর্টস বাই ক্যারিয়ারস ক্যাটাগরিতে আগের অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক শূন্য ২ শতাংশ। আর গুডস সোল্ড আন্ডার মার্চেন্টিং ও সার্ভিসেস ক্যাটাগরিতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৪২ দশমিক ৮৬ শতাংশ ও ১২৭ দশমিক ৯৭ শতাংশ। উল্লেখ্য, ইপিবি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে থাকে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭