ইনসাইড বাংলাদেশ

মাদার অফ হিউম্যানিটি পদক নীতিমালার খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/11/2018


Thumbnail

‘মাদার অফ হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা- ২০১৮’ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সস্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান।

শফিউল আলম বলেন, ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান পর্যায়ে পাঁচটি মাদার অফ হিউম্যানিটি পদক দেওয়া হবে। প্রতি বছর ২ জানুয়ারি ‘জাতীয় সমাজসেবা দিবস’ অনুষ্ঠানে এই পদক দেওয়া হবে।

এর আগে গত ১৪ আগস্ট ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

পদক প্রদানের খসড়া নীতিমালায় বলা হয়েছে, বয়স্কা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের কল্যাণ ও পুনর্বাসনে অবদান রাখলে এবং প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখলে পদক পাওয়ার যোগ্য বিবেচনা করা হবে।

জানা গেছে, প্রতিটি পদক ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত হবে। পদক পাওয়া প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও ২ লাখ টাকার চেক দেওয়া হবে।  মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এই পদক স্বাধীনতা ও ২১ পদকের সমমানের হবে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭