ইনসাইড বাংলাদেশ

হলফনামায় মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/11/2018


Thumbnail

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে দুর্নীতি দমন কমিশন (দুদক) মুখোশ উন্মোচন করবে। আজ সোমবার এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এসময় ইকবাল মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি দেশের জনগণ কোনো স্বীকৃত দুর্নীতিবাজকে নির্বাচিত করবে না। আর সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিলে সে বিষয়ে নির্বাচন কমিশনই ব্যবস্থা নেবে। আবার যারা আমাদের জনপ্রতিনিধি হবেন, তারাও সঠিক তথ্যের মাধ্যমেই হবেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই। আমরা আমাদের কাজ করে যাবো। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা চাইবো নির্বাচন কমিশনে তারা তাদের সঠিক সম্পদের হিসাব জমা দেবেন। গোলমাল দেখলেই ব্যবস্থা নেবো আমরা।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭