ইনসাইড আর্টিকেল

ইতিহাসের এই দিনে: ২০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণের উদ্যোগ নিয়েছে বাংলা ইনসাইডার। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা জানালাম:

আজ ২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৬ অগ্রহায়ন, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৪ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

ঘটনাবলি

১৭১৯ – সু্ইডেন ও হ্যানোভার শান্তি চুক্তি করে।

১৮১৫ - ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে ‘দ্বিতীয় প্যারি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

১৮১৮ - ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধের জন্য স্বাধীনতা ঘোষণা করে।

১৮৭৩ - বিরোধপূণ্য নগরী বুদা এবং পেস্টকে একসঙ্গে বুদাপেস্ট নামকরণ কে হাঙ্গেরীর রাজধনী ঘোষনা করা হয়।

১৯১৭ - ইউক্রেনকে রিপাবলিক ঘোষণা করা হয়।

১৯১৭ - বৃটিশ ট্যাংক বহর উত্তর ফ্রান্সের ক্যামব্রিতি শহরে লড়াইয়ের পর জার্মানীর সেনাবাহিনীর সমর রেখা ভেদ করে।

১৯১৭ - কলকাতায় বোস রিচার্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

১৯২০ - ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ইরাকী জনগণের আন্দোলন ব্যর্থ হয়ে যায়।

১৯৪৫ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় হত্যাকান্ড চালানোর দায়ে ২৪ জন পদস্থ নাৎসী কর্মকর্তার বিচার জার্মানীর নুরেনবার্গে শুরু হয়।

১৯৫০ - কোরিয়ার যুদ্ধে চীন ও মার্কিন সৈন্যদের মধ্যে প্রথমবার মুখোমুখি সংঘর্ষ হয়।

১৯৫৯ - জাতিসংঘ শিশু অধিকারের সনদ গ্রহণ করে।

১৯৬২ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়।

১৯৭৫ - পর্তুগিজ শাসন থেকে এঙ্গোলা মুক্তি লাভ করে।

১৯৮৫ - রাজকন্যা এলিজাবেথ এবং লেঃ ফিলিপ মাউন্টব্যাটনের বিবাহ হয়।

১৯৮৯ - জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শিশু অধিকার সনদ গৃহীত হয়।

জন্ম

টিপু সুলতান (১৭৫০-১৭৯৯)

টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন। তিনি তাঁর শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ) নামে পরিচিত ছিলেন। ভারতের স্বাধীনতামাকীতার জন্য ভারতের বীরপুত্র বলা হয়।

মৃত্যু

বেগম সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯)

বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।

 

বাংলা ইনসাইডার/জেডআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭