ইনসাইড পলিটিক্স

ক্যাশিয়ারের সিগন্যালেই চূড়ান্ত হচ্ছে মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত দুদিন ধরেই চলছে নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বিএনপির মনোনয়ন বোর্ডটি এররকম: টেবিলের একপাশে বসে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। স্থায়ী কমিটির বাইরে ভাইস প্রেসিডেন্ট হয়েও মনোনয়ন বোর্ডে উপস্থিত আব্দুল আউয়াল মিন্টু। অবশ্য তাঁর উপস্থিতির কারণ তারেক জিয়া। দুই মামলায় দণ্ডিত লন্ডনে পলাতক তারেক জিয়াও মনোনয়ন বোর্ডে উপস্থিত স্কাইপে মারফত। টেবিলে দুটি কাগজের প্যাকেটের ওপর বসানো ল্যাপটপটি মনোনয়ন প্রত্যাশীদের দিকে তাক করা। তারেক জিয়া লন্ডনে বসে মনোনয় প্রত্যাশীদের দেখছেন। মনোনয়ন প্রত্যাশীরা তারেক জিয়াকে দেখছেন ল্যাপটপের পর্দায়। কথা বার্তার প্রায় সবটুকুই তারেক জিয়া বলছেন। ল্যাপটপের পেছনে বিরস বদনে চুপচাপ বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। প্রশ্ন উঠতেই পারে লন্ডনে বসে কীভাবে মনোনয়ন কনফার্ম করছেন তারেক জিয়া?

ঘনিষ্ঠ সূত্রের খবর, তারেক জিয়ার ক্যাশিয়ার বলে পরিচিত আব্দুল আউয়াল মিন্টু মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন কনফার্ম করছেন। মনোনয়ন সাক্ষাৎকার শেষে প্রতিদিন রাতে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আব্দুল আউয়াল মিন্টুর কাছ থেকে মনোনয়ন কনফার্ম পাচ্ছেন অনেকে।

অবশ্য মাঝে কিছু বিষয় আছে। মনোনয়ন প্রত্যাশী যাঁরা যথেষ্ট পরিমাণ অর্থ ক্যাশিয়ারের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁরাই রাতে ক্যাশিয়ারের কাছ থেকে মনোনয়ন পাচ্ছেন বলে অভিযোগ আছে।

বিএনপির কয়েকজন নেতা নিশ্চিত করেছেন, মনোনয়ন সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি শুধুই আইওয়াশ। মূল বিষয় হলো মনোনয়ন বাণিজ্য। শুধু এ কারণেই এই সময়ে মনোনয়ন সাক্ষাৎকারে এত কসরত করে লন্ডন থেকে যোগাযোগ রক্ষা করে চলছেন তারেক জিয়া। আর দেশে সব লেনদেন হচ্ছে তাঁর ক্যাশিয়ারে।

বাংলা ইনসাইডার/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭