ইনসাইড পলিটিক্স

নাছোড় জাকের পাটি, বেকায়দায় কাজী জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

 

ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন-ভাঙ্গা) আসনে কপাল পুড়তে যাচ্ছে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর। এ আসনে কোন ভাবেই ছাড় দিতে চাননা জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। আটরশির এ আসনটি তাদের নিজের আসন বলেই মনে করেন জাকের পার্টি। আওয়ামী লীগের হাইকমান্ড ও ইতিমধ্যে মোস্তফা আমীর ফয়সালকে এ আসনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। জাকের পার্টির পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারনা চালানো হচ্ছে মোস্তফা আমীর ফয়সালের পক্ষে। বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে পীরজাদা ফয়সাল প্রার্থী হলেও শেষ মুহূর্তে গিয়ে তিনি আওয়ামী লীগকে ছাড় দেন। কিন্তু এবার তিনি নাছোড়বান্ধা। কোনোভাবেই ছাড়তে নারাজ আটরশি অধ্যুষিত ফরিদপুর-৪ আসনটি। জাকের পার্টির নাছোড়বান্ধা মনোভাবে বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। বর্তমানে এ আসনে সংসদ সদস্য আছেন স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্বীয় নিক্সন চৌধুরী এলাকায় তাঁর বেশ প্রভাব রয়েছে। গত নির্বাচনে কাজী জাফরুল্লাহ অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে।  নির্বাচনে জয়ী হয়ে নিক্সন চৌধুরী এলাকায় একক আধিপত্য বিস্তার করে কাজী জাফরুল্লাহকে পর্যুদস্ত করেন। একাদশ জাতীয় সংসদ নির্বা চনে জাকের পার্টি মহাজোটে শরিক হয়ে অন্তত: ৩টি আসনে তারা প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭