ইনসাইড পলিটিক্স

হুদায় আগ্রহ নেই আ. লীগের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতা ব্যরিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনেছিলেন। আওয়ামী লীগকে খুশি করানোর জন্য তিনি অনেক কিছুই করেছেন, এমনিক জেলেও গিয়েছেন। তবে এখন আওয়ামী লীগেরই সায় পাচ্ছেন না নাজমুল হুদা।

গত রোববার হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় অনুযায়ী, তাকে ৪৫ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতেই হবে। এই অবস্থায় গত কয়েকদিন ধরে হুদা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে কারও সাক্ষাৎ পাচ্ছেন না। এমনকি তাঁর ফোনও এড়িয়ে চলছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নির্বাচনের আগে হুদার দায় নিতে চাইছে না আওয়ামী লীগ।

এ বিষয়ে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেছেন, ‘নির্বাচন এখন প্রতিদ্বন্দ্বিতামূলক। এর মধ্যে নাজমুল হুদাকে আমরা ঘাড়ে তুলতে চাই না’।

ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। পরে দুর্নীতি মামলায় তাঁকে দন্ডিত করা হয়। হুদা ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে, হাইকোর্ট সেটি বহাল রেখেছে। গত রোববার হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশিত হয়।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭