ওয়ার্ল্ড ইনসাইড

আবারও জেগে উঠেছে ফুয়েগো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

লাতিন আমেরিকার অন্যতম সক্রিয় ফুয়েগো আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গুয়েতেমালার এ্যান্টিগুয়া শহরের দক্ষিণপশ্চিমের এই আগ্নেয়গিরিটি থেকে গত রোববার থেকে ছাই ও লাভার উদগীরণ শুরু হয়। খবর বিবিসি’র।

বিবিসি জানিয়েছে, ফুয়েগোর আশপাশের এলাকা থেকে প্রায় চার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে স্থানীয় একটি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন। সেখানে তাদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১২ হাজার ২৫০ ফুট উঁচু আগ্নেয়গিরিটির লাভা এর গহ্বর থেকে ৫০০ মিটার উঁচুতে উঠে যাচ্ছে। লাভা ওই গহ্বর থেকে এক কিলোমিটার বা ৩ হাজার ২৮০ ফুট উঁচুতেও উঠে যেতে পারে বলে জানিয়েছেন তারা।



স্থানীয়রা বলছেন, উদগীরিত লাভা অনেক দূর থেকেও দেখা যাচ্ছে। এটা খুবই বিপজ্জনক।

গত জুনে ফুয়েগো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের সময় লাভা ও ছাইয়ে চাপা পড়ে প্রায় ২০০ মানুষ নিহত হয়েছিলেন। এছাড়া আগ্নেয়গিরিটির আশেপাশের কয়েকটি এলাকাও লাভার প্রবাহে চাপা পড়েছিল।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭