ইনসাইড বাংলাদেশ

ব্যারিস্টার রফিকুলের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

সম্পদের তথ্য গোপন করারা দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এই রায় দেন।

২০০১ সালে তৎকালীন দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সম্পদের হিসাব দাখিল করার জন্য নোটিশ দেয়। কিন্তু তিনি সম্পদের হিসাব দাখিল না করায় ২০০৪ সালে ১৫ জানুয়ারি তৎকালীন দুদকের ব্যুরো লিয়াকত হোসেন তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দেওয়া হয়। এরপর ২০১৭ সালের ১৪ নভেম্বর বিচার শুরু হয়।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা গেছে। একারনে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭