ইনসাইড বাংলাদেশ

৬ সচিবের বদল চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে যায়। সেখানে ৬ সচিব পরিবর্তনসহ ৯ দফা দাবি উপস্থাপন করেছে তারা। তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে তারা মনে করবে।

বিএনপির দাবি, এই প্রশাসন হলো আওয়ামী প্রশাসন। কাজেই এই প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। চুক্তির ভিত্তিতে নিয়োগে থাকা ২ সচিবসহ ৬ সচিবের পরিবর্তন চেয়েছে বিএনপি।

চুক্তির ভিত্তিতে নিয়োগকৃত ২ সচিব হলেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও তথ্য সচিব আবদুল মালেক। এছাড়া বাকি ৪ সচিব হলেন জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ২ সচিব ও নির্বাচন কমিশন সচিব।

বিএনপির ৯ দফা দাবির মধ্যে রয়েছে প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজানো, পুলিশের মধ্যে ডিআইডিসহ নির্বাচনের মধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সরিয়ে দেওয়া এবং জ্যেষ্ঠতার মধ্যে প্রশাসনে কর্মকর্তা নিয়োগ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭