ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যাথওয়েট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

বাংলাদেশের সঙ্গে আসন্ন টেস্ট সিরিজ সহজ হবে না বলে জানালেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাগতিকরা বাড়তি সুবিধে পাবে বলে মনে করেন তিনি। টাইগাররা এই সিরিজে তাঁদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এবং সেই চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁর দল। আজ সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশের বিপক্ষে টেস্টে অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট।

বাংলাদেশে আসার আগে ক্যারিবীয়রা দীর্ঘদিন ধরে ভারত সফর করেছিল, চট্টগ্রামে এসেও খেলেছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এতে এখানকার কন্ডিশনের সঙ্গে পুরোপুরি ভাবে মানিয়ে নিয়েছে তাঁর দল বলে ম্নে করেন ক্রেইগ। কন্ডিশন প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভারত সফর করে এসেছি। প্রথম টেস্টের আগে সেটা খুব ভালো প্রস্তুতি ছিল বলেই মনে করছি। তাছাড়া এখানের কন্ডিশন প্রায় একই, উইকেটেও তেমন পার্থক্য থাকবে বলে মনে করি না।

আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭