ওয়ার্ল্ড ইনসাইড

মহারাষ্ট্রে সেনা অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ছয়জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

ভারতের সেনা অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও প্রায় ১০ জন। আজ মঙ্গলবার সকালে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নাগপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে অবস্থিত সেনার অস্ত্রভাণ্ডারটি। অস্ত্রভাণ্ডারের পুরোনো গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ চলছিল। অস্ত্রভাণ্ডারের বাইরে একটি মাঠে পুরনো গোলাবারুদগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছিল। আচমকাই একটি ২৩এমএম শেল এর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে প্রায় গোটা এলাকা।

এতে ঘটনাস্থলেই নিহত চারজন নিহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ওয়ার্ধা পুলিশের শীর্ষ কর্মকর্তা নিখিল পিঙ্গল জানান, ‘একটি বাক্সের মধ্যে থেকে পুরনো শেল বার করা হচ্ছিল। সে সময় একটি শেল ফেটে যায়।’ এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।

এর আগেও পুলগাঁওয়ের এই অস্ত্রভাণ্ডারে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। ২০১৬-তে অস্ত্রভাণ্ডারের ভেতর ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে ২ জন সেনা কর্মকর্তা ছাড়াও ১৫ জন নিরাপত্তারক্ষী মারা যান। আহত হয়েছিলেন ১৯ জন।

 

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭