ইনসাইড গ্রাউন্ড

পর্তুগাল-মরক্কোকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজক হতে চায় স্পেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন হতে চায় স্পেন। এর আগে পর্তুগালকে সঙ্গে নিয়ে বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য নিলামে লড়েছিল স্পেন। নিলামে তাঁরা হেরে যায় রাশিয়ার কাছে। এবার শুধু পর্তুগাল নয় সঙ্গে রাখছে মরক্কোকেও। মরক্কোর রাজধানী রাবাত সফরে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ নিয়ে কথা বলেছেন মরক্কো প্রধানমন্ত্রী আল ওথমানি ও রাজা মোহাম্মদের সঙ্গে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজ জানান, আমি মরক্কো সরকারের সঙ্গে এই যৌথ আয়োজনের প্রস্তাবটি রেখেছি। যাতে করে ২০৩০ বিশ্বকাপ আয়োজক হতে পারে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আমরা একসঙ্গে কাজ করবো। আমরা তিন দেশই এটা নিয়ে কাজ করতে আগ্রহী।

স্পেন এর আগে ১৯৮২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল। পর্তুগালের আগে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা নেই, একই অবস্থায় আছে মরক্কো যদিও তাঁরা চেয়েছিল ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের বিশ্বকাপে যৌথভাবে আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭