ইনসাইড বাংলাদেশ

সাভারে ফের আলোচনায় মুরাদ জং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2018


Thumbnail

সাভারের রানা প্লাজা ট্রাজেডি ঘটনায় আলোচনা-সমালোচনায় শীর্ষে ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ। রানা প্লাজার মালিক  সোহেল রানাকে আশ্রয় দেওয়ায় গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন তিনি। এক প্রকার রাজনীতি থেকে নির্বাসিত হন মুরাদ জং। দীর্ঘদিন প্রবাসে কাটালেও সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তুমুল আলোচনায় মুরাদ জং।

সাম্প্রতিক সময়ে ঢাকা-১৯ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনাম বিভিন্ন কারণে বিতর্কিত। রানা প্লাজা ট্রাজেডির পর তাঁর নিজ হাসপাতাল এনাম মেডিক্যাল-এ হতাহতদের চিকিৎসা দিয়ে আলোচনায় আসেন ডা. এনামুল হক এনাম। পরবর্তীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। এমপি নির্বাচিত হয়ে দলের অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন তিনি। আর এসব কারণেই দলের মধ্যেও তার ব্যাপারে রয়েছে চরম মতবিরোধ।

আওয়ামী লীগের হাইকমান্ডও রাজধানীর নিকটবর্তী শিল্পাঞ্চল খ্যাত এ আসনটি কোনভাবেই হাতছাড়া করতে রাজি নন। সে চিন্তা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বদলের চিন্তা মাথায় নিয়ে মাঠে নামে দলটি। আবারও সামনে আনা হয় সেই বিতর্কিত সংসদ সদস্য তৌহিদ জং মুরাদকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. এনামকে বাদ দিয়ে পুনরায় মুরাদ জংকে মনোনয়ন দিবে আওয়ামী লীগ এমনটাই মনে করছেন সাভার-আশুলিয়াবাসী।

বাংলা ইনসাইডার/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭