ইনসাইড আর্টিকেল

ইতিহাসের এই দিনে: ২১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2018


Thumbnail

একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণের উদ্যোগ নিয়েছে বাংলা ইনসাইডার। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা জানালাম:

আজ ২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৭ অগ্রহায়ন, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৫ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

ঘটনাবলি

১৭৮৯ - উত্তর ক্যারোলাইনা সংবিধান সংশোধন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ অঙ্গরাজ্য হয়।

১৭৯১ - কর্নেল নেপোলিয়ন বোনাপার্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্সের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন।

১৮৪১ - ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৮৬৭ - লন্ডন সম্মেলনে গৃহীত সিদ্ধান্তক্রমে লুক্সেমবার্গকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়।

১৮৭৭ - বিজ্ঞানী এডিসন তাঁর ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন। যেটি দিয়ে রেকর্ড করা যায় এবং শোনা যায়।

১৯০৮ - বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।

১৯১৮ - জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসর্মপণ করে।

১৯২২ - আমেরিকার প্রথম নারী সিনেটর রেবেকা লাটিমার শপথ গ্রহণ করেন।

১৯৪৬ - জর্জিও দিমিত্রোভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৪৭ - স্বাধীন ভারতে প্রথম ডাকটিকেট প্রবর্তিত হয়।

১৯৭৯ - উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।

১৯৯৪ - নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজিরিয়া ত্যাগ করেন।

জন্ম

কবির বকুল (১৯৬৬-বর্তমান)

কবির বকুল বাংলাদেশের একজন গীতিকার। এছাড়া তিনি সাংবাদিক হিসেবেও কাজ করছেন। সেরা গীতিকার হিসেবে তিনি ২০০৮, ২০০৯, ২০১০ ও ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

মৃত্যু

আবদুস সালাম (১৯২৫-১৯৫২)

আবদুস সালাম মহান ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। ভাষা রক্ষায় তাঁর অসামান্য ভূমিকা ও আত্মাহুতির কারণেই পরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয় চেতনায় উজ্জ্বীবিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ চেতনার ফলেই ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭