ওয়ার্ল্ড ইনসাইড

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2018


Thumbnail

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। মার্কিন সংবাদ মাধ্যম নিউইইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কাবুলের একটি মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি মিলাদ মাহফিল চলছিল। দেশটির জ্যেষ্ঠ আলেমগণ এতে নেতৃত্বে দিচ্ছিলেন। এসময় আলেমদের মাঝামাঝি গিয়ে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

হামলায় অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আজ বুধবার সারাদেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের মুখপাত্র হারুন চাখানসুরি এক টুইট বার্তায় এ তথ্য জানান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। জঙ্গি গোষ্ঠী তালেবান এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই হামলার নিন্দা জানিয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭