ইনসাইড পলিটিক্স

সালমান আউট, সালমা ইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2018


Thumbnail

শেষ পর্যন্ত ঢাকা- ১ আসনের মনোনয়ন যুদ্ধে জিতল জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন, ঢাকা-১ আসনের মনোনয়ন দেওয়া হবে দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলামকে। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের পর ঢাকা- ১ আসনে মহাজোটের হয়ে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব নিশ্চিত হয়ে গেল।

সালমা ইসলাম জাতীয় পার্টি থেকে নির্বাচন করে গতবার এমপি হয়েছিলেন। এবারও জাতীয় পার্টির মনোনয়ন কিনেছেন তিনি। তবে এবার ঢাকা- ১ আসন থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পপতি সালমান এফ রহমানও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পত্রও কিনেছিলেন এবং মনোনয়ন পাওয়ার উদ্দেশ্যে গত ৫ বছর ধরে এলাকায় কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগ সভাপতি ব্যক্তিগত ভাবে একাদশ নির্বাচনে সালমান এফ. রহমানকে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য অনুরোধ করেন।

ঢাকা- ১ আসনের  প্রার্থী চূড়ান্ত করার মধ্য দিয়ে ঢাকার যে কয়েকটি স্পর্শকাতর আসন নিয়ে মহাজোটে মনোনয়ন সংকট ছিল তা দূর হয়ে গেল।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭