ইনসাইড পলিটিক্স

ড. কামালকে থামাতে পারলেন না মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2018


Thumbnail

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বঙ্গভবনে মিলাদ মাহফিল ছিল। এই মাহফিলে সমাজের বিশিষ্ট, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী জনদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রত্যেকবারের মতো এবারের মিলাদ মাহফিলেও ড. কামাল হোসেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বর্তমান জাতীয় ঐক্যের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সিদ্ধান্ত নেন আজ দুপুরে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেবেন। কিন্তু বাদ সাধেন ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না।

ড. কামালের কাছে ছুটে এসে মাহমুদুর রহমান মান্না তাঁকে বঙ্গভঙ্গে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেন। ড. কামাল হোসেনকে বারবার অনুষ্ঠানে যেতে বারণ করেন মান্না। কিন্তু ড. কামাল মান্নাকে বলেন, ‘আমি এমন রাজনীতি করিনা। বঙ্গভবনে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আমি বহুবার গিয়েছি। এছাড়া রাষ্ট্রপতি আমার বন্ধু মানুষ। এই অনুষ্ঠানে আমি যাবই।’

ড. কামাল মান্নাকে আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেই অন্যের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ এই রাজনৈতিক চর্চায় আমি বিশ্বাসী নই।’

মান্নার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ড. কামাল বঙ্গভবনে অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। 

ড. কামাল হোসেন যখন চলে যাচ্ছিলেন তখন তাঁকে থামাতে মাহমুদুর রহমান মান্না ফোন করেন ঐক্যফ্রন্টের অন্যতম শরিক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কয়েকজন নেতাকে। তবে, তাঁদের কেউই ড. কামালকে বঙ্গভবনে না যাওয়ার জন্য আরেকবার অনুরোধ জানানোর সাহস করেননি বলেই জানা গেছে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭