ইনসাইড পলিটিক্স

‘নেত্রীর ভালোবাসাই সবচেয়ে মূল্যবান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2018


Thumbnail

আওয়ামী লীগ যা আশঙ্কা করেছিল, বাস্তবে তা হচ্ছে না। আওয়ামী লীগ ভয় পেয়েছিল যে, মনোনয়ন বঞ্চিতরা হয়তো দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিংবা আওয়ামী লীগের প্রার্থীকে হারাতে গোপনে কাজ করবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। যাঁরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাঁরা দলের সভাপতির সিদ্ধান্তকে শিরোধার্য মেনেছেন। তাঁরা বলেছেন, ‘সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই সঠিক।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আজ বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে এই দেশের অস্তিত্বই বিপন্ন হবে। বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেছেন, ‘আমি নমিনেশন পেলাম কিনা সেটা তুচ্ছ বিষয়। বাংলাদেশের অস্তিত্বের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন।’ ৮১ সালে থেকে শেখ হাসিনার ব্যক্তিগত টিমে কর্মরত বাহাউদ্দিন নাছিম ৯৬-২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আলাপকালে তিনি বলেন, ‘আপার যে ভালোবাসা পেয়েছি, তা মনোনয়নের চেয়ে অনেক বেশি মূল্যবান।’

নাছিম বলেন, ‘নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে আমার কোনো ক্ষোভ, দু:খ, অভিমান নেই। প্রধানমন্ত্রী হিসেবে জাতি শেখ হাসিনাকে দেখতে চায়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি যখন যে দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে, নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।’ তিনি বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘মনোনয়ন না দেওয়াও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে সেই দায়িত্বও আমি নিষ্ঠার সঙ্গে পালন করবো।’ নানক বলেন, ‘নেত্রীর ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। আমি নেত্রীর ভালোবাসায় ধন্য।’

আওয়ামী লীগের আরেক যুগ্ম সম্পাদক আবদুর রহমান বলেছেন, ‘আমি মনোনয়ন পেলাম কিনা সেটা মুখ্য বিষয় নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো যেন নির্বাচনে নৌকা জয়যুক্ত হয়। শেখ হাসিনাকে বিজয়ী করাই আমাদের মূল কর্তব্য।’

আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘যারা মনোনয়ন পাননি, তাদের দায়িত্ব এই নির্বাচনে প্রার্থীদের চেয়েও গুরুত্বপূর্ণ। আমি মনোনয়ন না পেলে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করবো।’ তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে এই নির্বাচন বাঙালির অস্তিত্বের নির্বাচন।’

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রায় প্রত্যেকের কণ্ঠে একই সুর। তারা সবাই মনে করছেন, শেখ হাসিনা যা করেছেন তা ভেবেচিন্তে করেছেন, তাঁর বিচক্ষণতা প্রশ্নাতীত।’

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭