ইনসাইড বাংলাদেশ

১৫ ডিসেম্বরের পর ছোট পরিসরে সেনাবাহিনী থাকবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2018


Thumbnail

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে ১৫ ‍ডিসেম্বরের পর থেকে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম থাকবে। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে পুলিশের সঙ্গে বিশেষ সভায় এ কথা বলেন সিইসি।

পুলিশ প্রশাসনকে ১২ দফা নির্দেশনা দিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে সতর্ক থাকতে হবে। কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করবেন না, মামলা করবেন না। কাউকে হয়রানিমূলক মামলা বা গ্রেপ্তার করা যাবে না। পুলিশ প্রশাসনের কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি লক্ষ্য রাখবেন। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলেই নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সিংহভাগ দায়িত্ব পুলিশের থাকে। ভোটারের নিরাপত্তা থেকে শুরু করে সব ধরণের নিরাপত্তার দায়িত্ব পুলিশের ওপরই বেশি থাকবে। আইন-শৃঙ্খলার দায়িত্ব পালনে আমরা পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। তবে, কমিশন আপনাদের কর্মকাণ্ড নজরদারি করবে। সকলে নির্বিঘ্নে দায়িত্ব পালন করবেন।’

বিশেষ এ সভায় আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, আইজিপি, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

বাংলা ইনসাইডার/জেডআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭