ইনসাইড বাংলাদেশ

ভোট কেন্দ্র পাহারায় কমিটি গঠন করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পাহারায় মরিয়া বিএনপি। প্রতিটি কেন্দ্র ধরে ধরে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। যাদের বয়স ১৮ থেকে ২৫ শুধুমাত্র তাদের দিয়েই এ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের কমিটি গঠনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দলটি।

বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে। তবে এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বিএনপির মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কেন্দ্র পাহারা সংক্রান্ত বিষয় নিয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মহসীন মন্টু এবং সুলতান মনসুরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের আগেই প্রতিটি কেন্দ্রওয়ারী কমিটি যাতে গঠন হয় সে বিষয়ে জেলা কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বাংলা ইনসাইডারকে বলেন, ভোট কেন্দ্র পাহারাই হবে এবার বিএনপির মূল আন্দোলন। ভোট কারচুপিতে যাতে কোনো ধরনের সুযোগ না পায় ক্ষমতাসীন দল সেবিষয়ে কড়া দৃষ্টি রাখবে কেন্দ্রওয়ারি কমিটি। সাবেক ছাত্রনেতা বর্তমানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কেন্দ্রওয়ারি কমিটি তাদের নিয়ে গঠন হবে যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দলের পরীক্ষিত কর্মীদের দিয়েই গঠন করা হবে ভোট কেন্দ্র পাহারা কমিটি। তিনি জানান, এবারের নির্বাচনে ভোট কেন্দ্র যাতে নিজেদের দখলে থাকে সে পরিকল্পনা নিয়ে ‘মহা পরিকল্পনা’ করা হচ্ছে। 

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭