ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় কারাগারে গিকা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে করা ৫টি মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।   

আজ বৃহস্পতিবার মোট পাঁচটি মামলায় আলাদা দুটি বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন গিকা চৌধুরী। তিনি একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।  

গিকা চৌধুরীর আইনজীবী এনামুল হক বলেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে’র আদালতে চারটি মামলা ছিল। এর মধ্যে তিনটিতে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এছাড়াও বিচারিক হাকিম জয়ন্তী রায়ের আদালতে একটি মামলা করা হয়েছিল। সেটিতেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।   

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিরুদ্ধে গত মে মাসে এসব মামলা চট্রগ্রামের আদালতে দায়ের করা হয়েছিল। গত ২৯ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য প্রধান করেন।  

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭