ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2018


Thumbnail

বাংলাদেশি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল ভিসা’ ব্যবস্থা চালু করেছে চীন। চীনের বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।

চেন ওয়েই বলেন, মানবিক কারণে, আমন্ত্রণক্রমে জরুরি বাণিজ্যিক কাজে, মেরামত প্রকল্প বা অন্য জরুরি কাজে চীনে যাওয়ার জন্য ‘পোর্ট-ভিসাব্যবস্থা’ বা ‘অন-অ্যারাইভাল ভিসা’ চালু করা হয়েছে। তবে এ ক্ষেত্রে চীনা পর্যটন এজেন্সির মাধ্যমে ভ্রমণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য চীনে অন-অ্যারাইভাল ভিসা প্রযোজ্য হবে বলে জানা গেছে। ‌এ ব্যবস্থায় বিদেশিরা শর্তসাপেক্ষে চীনের বিমানবন্দরে পৌঁছে ‘পোর্ট ভিসা’র জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭