ইনসাইড বাংলাদেশ

সংসদ উপনেতার পারিবারিক দ্বন্দ্বে সুযোগ পেল পীরজাদা আমীর ফয়সাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2018


Thumbnail

দলীয় কোন্দল যখন চরম সীমায় তখন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে দলীয় মনোনয়নে চমক আনলো আওয়ামী লীগ। জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে বাদ দিয়ে ঐ আসনে মহাজোটের প্রার্থী দেওয়া হচ্ছে জাকের পার্টির পীরজাদা মোস্তফা আমীর ফয়সালকে। যদিও পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল তাঁর নিজ আসন ফরিদপুর-৪ (ভাঙা-সদরপুর) আসনে আগ্রহী ছিলেন। জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থাকায় সেখানে তাঁর বড় পুত্র আয়মন আকবর চৌধুরী বাবলু দলের হাল ধরেন। একসময় নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের পাশ কাটিয়ে তৈরি করেন নিজস্ব বলয়। সাজেদা পুত্রের এহেন অপকর্মে দলের নেতা-কর্মীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন। সংসদ উপনেতা যখন নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত কমিয়ে দেন তখন বাবলু চৌধুরী দলের নেতা-কর্মীদের পাশ কাটিয়ে ভিন্নধারার রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দলে যোগদান করিয়ে নিজের হাতকে শক্তিশালী করেন। এতে করে দিনকে দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাজেদা বিরোধী হয়ে ওঠে। দলের নেতা-কর্মীদের ক্ষোভের মুখে একপর্যায়ে এলাকা ছাড়তে বাধ্য হন সাজেদা পুত্র আয়মন আকবর চৌধুরী বাবলু। তবে এতেই ক্ষান্ত হয়নি মা এবং পুত্রের লড়াইও একসময় বেশ জমে উঠে। সংসদ উপনেতা বড় পুত্রের বিভিন্ন অপকর্মে ত্যক্ত-বিরক্ত হয়ে ছোট পুত্র কৃষিবিদ লাবু চৌধুরীকে রাজনীতির মাঠে নামান আর এতে করে মা এবং সন্তানের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেন। বর্তমানে সাজেদা চৌধুরী ছোট পুত্র কৃষিবিদ লাবু চৌধুরীর পক্ষে থাকায় বড় পুত্র বাবলু চৌধুরী নিজস্ব বাহিনী দিয়েই নগরকান্দার রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। আওয়ামী লীগের এহেন কাঁদাছোঁড়াছুড়িতে বিব্রত দলের হাইকমান্ড। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিব্রত। পারিবারিক এ বিরোধ মেটাতে তিনি এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিলেও শেষ পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি। জানা গেছে, সংসদ উপনেতার পারিবারিক বিরোধের সুযোগেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব মহাজোটের অন্যতম শরিক জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সালকে শেষ পর্যন্ত ফরিদপুর-২ আসনে মনোনয়ন চূড়ান্ত করে।

বাংলা ইনসাইডার/জেডএ    



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭