ইনসাইড বাংলাদেশ

‘দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ভোট দেবেন না’    

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2018


Thumbnail

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে কিনা, তার খোঁজ-খবর রাখা হবে বলে। আপনারা নির্বাচনে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ভোট দেবেন না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা হলফনামায় সম্পদের যে তথ্য দেবে, তা খতিয়ে দেখা হবে। কেউ মিথ্যা তথ্য দিলে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

ইকবাল মাহমুদ আরও বলেন, ‘দুর্নীতি বন্ধে কঠার হতে হবে। দুর্নীতির সঙ্গে আপস করা যাবে না। দুর্নীতি রোধ করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যে সরকারের কাছে সুপারিশও করা হয়েছে।’  

বাংলা ইনসাইডার/আরকে  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭