ইনসাইড বাংলাদেশ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/11/2018


Thumbnail

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ. ন. ম. এহছানুল হক মিলন গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোরে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

মিলনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে ২৮টি মামলা রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে জামিনের চেষ্টা করছিলেন।

মিলন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। একাধিক নেতা কর্মী জানিয়েছেন, তাঁর মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭