ইনসাইড পলিটিক্স

ঐক্যফ্রন্টের বৈঠকে থাকছেন না ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/11/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ড. কামাল হোসেন। কয়েকটি সূত্র বলছে যে, কামাল হোসেন অসুস্থ, একারণে তিনি কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু অসুস্থ হলেও ২১ নভেম্বরে তিনি সরকারের দুটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এরমধ্যে একটি হলো বঙ্গভবনে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর মিলাদ মাহফিল। অন্যটি হলো, সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনীর সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু গতকাল গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘ইভিএমকে না বলুন, ভোটের অধিকার সংরক্ষণ করুন’ শীর্ষক সেমিনারে তিনি উপস্থিত হননি। ওই অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। ওই সেমিনারে ইভিএমের বিভিন্ন অপকারীতা সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির একজন নেতা। সেখানে ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না, আ.স.ম. আব্দুর রব এবং বিএনপির মহাসচিব বক্তব্য রাখেন।

গতকাল বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বৈঠকেও তিনি অসুস্থতার কথা বলে অংশগ্রহণ করেননি। ঐক্যফ্রন্টের সঙ্গে ড. কামাল হোসেনের এই দুরত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭