ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/11/2018


Thumbnail

তরুণদের চিন্তা-ভাবনার কথা শুনতে এবং তাদের সঙ্গে নিজের মতামত বিনিময় করতে আজ শুক্রবার ‘লেটস টক’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫০ জন তরুণ প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন বলে জানানো হয়েছে। তাঁরা দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে তরুনদের সঙ্গে কথা বলবেন। সেই সঙ্গে তাদের কাছ থেকে শুনবেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন। এর আগে, গত ১৬ নভেম্বর ‘লেটস টক’ অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও তা স্থগিত করা হয়। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এ অনুষ্ঠানের আয়োজন করছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭