ইনসাইড পলিটিক্স

অবাঞ্ছিত হচ্ছে বিএনপির সংস্কারপন্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/11/2018


Thumbnail

বিএনপিতে যারা সংস্কারপন্থী হিসেবে পরিচিত ছিল, তাঁদেরকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপিতে ফিরিয়ে আনা হয়েছিল। তবে এইসব সংস্কারপন্থীদের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করছে। গত একসপ্তাহে বিএনপিতে সংস্কারপন্থীদের অবাঞ্ছিত করার ধুম পড়ে গেছে।  

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যে সমস্ত সংস্কারপন্থী নেতা বিনপিতে ফিরে এসেছে, তাঁদের অন্তত ৩৫ জনকে নিজ নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জহির উদ্দিন স্বপনকে বরিশালে নিষিদ্ধ এবং অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, নওগাঁয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আলমগীর কবীরকে, রাজশাহীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আবু হেনাকে, বগুড়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সাবেক বিএনপি সাংসদ গোলাম মো. সিরাজকে, যশোরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মফিকুল হাসান তৃপ্তিকে, বিএনপিতে যারা যারা সংস্কারপন্থী ছিল, তাদের বিরুদ্ধে প্রায় সব এলাকাতেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলছে এবং অবাঞ্ছিত ঘোষণা করেছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন বিষয়ে নতুন সংকটে পড়েছে।  

বাংলা ইনসাইডার/আরকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭