ইনসাইড পলিটিক্স

জোয়ার কার পক্ষে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/11/2018


Thumbnail

প্রত্যেকবার নির্বাচন এলেই একটা জোয়ারের কথা বলা হয়। এবারের নির্বাচনেও জোয়ার নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে।’ তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন,‘ সমস্ত জরিপে প্রমানিত হয়েছে, আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। ‘

অন্যদিকে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, বিএনপির পক্ষে জোয়ার এসেছে। ‘

নির্বাচনের ঢামাডোল যখন শুরু হয়। তখন একটি দলের পক্ষে সুস্পষ্ট সমর্থন দেখা যায়। কিন্তু এবার নির্বাচনে এখন পর্যন্ত জনগনের মধ্যে অনিশ্চয়তা। জনগন কার পক্ষে তা নিয়ে নানা রকমের জল্পনা-কল্পনা চলছে। কিন্তু একটা বিষয় এবার নির্বাচনে স্পষ্ট। এবার নির্বাচনে সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছেন শেখ হাসিনা। তার জনপ্রিয়তা নিয়ে কারও কোন প্রশ্ন নেই। এবার নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা। নির্বাচনটি যদি সংসদীয় নির্বাচন না হত, যেমন রাষ্ট্রপতি নির্বাচন হত। তাহলে শেখ হাসিনা যে বিপুল ভোটে নির্বাচিত হতেন, তাতে কোন সংশয়ই নেই। যেহেতু এটি সংসদীয় নির্বাচন এবং শেখ হাসিনা মাত্র দুটি আসনে নির্বাচন করবেন। তাই নির্বাচন শেখ হাসিনার একার উপর নির্ভরশীল নয়। তারপরও যারা নির্বাচন পর্যবেক্ষন করেন কিংবা রাজনীতি নিয়ে গবেষণা করেন। তারা মনে করছেন, নির্বাচনের জোয়ার তার পক্ষেই আসবে, যারা এই পুরো নির্বাচনের সময় একটা উত্তাপ ছড়াতে পারবে।  সেই উত্তাপ ছড়ানোর ক্ষমতা একমাত্র শেখ হাসিনারই আছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন। তিনি যদি তার ক্যারিশমা বিচক্ষনতা এবং দূরদর্শিতা দিয়ে নির্বাচনে জনগনকে এটা প্রমান করতে পারেন, আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসলে যে উন্নয়নের ধারার সূচনা হয়েছে। সেই ধারা অব্যাহত থাকবে। তাহলে এই নির্বাচনেও আওয়ামী লীগের পক্ষেই জোয়ার আসবে। সেটা আওয়ামী লীগের পক্ষে জোয়ার নয়, সেটা শেখ হাসিনার পক্ষের জোয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় ব্রান্ড  এখন শেখ হাসিনা। শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশ যে উন্নয়নশীল দেশ হিসেবে আত্নপ্রকাশ করেছে। তার প্রধান নায়ক হচ্ছেন শেখ হাসিনা। তলাবিহীন ঝুড়ির দেশটি তারই বদৌলতে এখন বিশ্বের রোল মডেল, উন্নয়নের বিস্ময়। তিনি এই নির্বাচনে কিভাবে ক্রিয়াশীল হয়, নির্বাচনে কীভাবে ভূমিকা রাখে। সেটার উপর নির্ভর করছে এই নির্বাচনে কার পক্ষে জোয়ার আসবে। শেখ হাসিনা যদি এই নির্বাচনে পুরোপুরি অংশগ্রহন করতে পারেন এবং তিনি যদি নির্বাচনে সক্রিয় হন। তাহলে এই নির্বাচনের জোয়ার শেখ হাসিনার পক্ষেই আসবে। 

বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭