ইনসাইড পলিটিক্স

বিএনপিকে আল্টিমেটাম দিয়েছে ঐক্যফ্রন্টের দলগুলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য বিএনপির আসন চূড়ান্ত করা নিয়ে গতকাল শুক্রবার রাতভর বৈঠক হয়েছে। কিন্তু আসন বন্টন বিষয়ে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে জাতীয় ঐক্যফ্রন্ট একমত হতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বরং ঐক্যফ্রন্ট আল্টিমেটাম দিয়েছে, সম্মানজনক আসন বন্টন করা না হলে প্রয়োজনে তারা জোট ছেড়ে বেরিয়ে যাবে।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের জন্য বিএনপি ৫০টি আসন দিতে রাজি আছে। এই আসনগুলোর মধ্যে আবার ২৫টি আসন দেওয়া হবে ২০ দলীয় জোটের শরিকদের এবং বাকি ২৫টি আসন দেওয়া হবে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকে। কিন্তু ঐক্যফ্রন্টের শরিক দলগুলো নিজেরাই দাবি করছে ৬০টি আসন। কিন্তু কাল রাতভর বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা ঐক্যফ্রন্টকে ২৫টির বেশি আসন দিতে পারবেন না । এতে ক্ষুব্ধ হয়ে ঐক্যফ্রন্টের দুই নেতা জাসদের আ স ম আব্দুর রব এবং গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ‘আমাদের দরকার নেই। আপনারাই নির্বাচন করুন।’

এই পরিপ্রেক্ষিতে আবার আজ শনিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়েছে ঐক্যফ্রন্ট সূত্র।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭